কবিতাঃ আমি কবি হতে চাই
কবিঃ সন্তু প্রামাণিক
আমি কবি হতে চাই, জীবনের গল্পগুলো সাজাবো -
কবিতার কথায় কথায়, ভালোবাসার ছোঁয়ায়।
আমি কবি হতে চাই, তোমার অতীত আর ভবিষ্যৎ-
মিলিয়ে দিতে, আমার বর্তমানের কবিতার ভাষায়।
আমার কলমে পূর্ণতা পাক বিরহের কাহিনীগুলো ভালোবাসায়,
ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া চিঠিগুলো খুঁজে পাক ঠিকানা।
আমার কলমে শেষ হোক পুরোনো প্রেমের ভুলবোঝাবুঝি,
আমি কবি হতে চাই, নতুন প্রেমের কবিতা বোনার জন্য।
তুমি ভালোবাসার পূর্ণতা পাও তোমার ইচ্ছে পূরণের সাথে।
আমি কবি হতে চাই, প্রকৃতির হয়ে কথা বলার ক্ষণে,
মুক্তি পাক সব বেদনা আমার কবিতার ভাষায়।
পৃথিবী ভুলে যাক হিংসা, বন্ধুত্ব গড়ে উঠুক কবিতার পাতায় পাতায়।
কালো রাতগুলো হয়ে উঠুক বন্ধুত্বের ভালোলাগার সঙ্গী,
আমি কবি হতে চাই, নীরব সমুদ্রে ভীষণ গর্জনে -
আছড়ে পড়া ঢেউগুলোর ভাষা হওয়ার জন্যে।
আমি কবি হতে চাই, আমার ভালোবাসার ঠিকানা পাবার জন্যে।
**********
রচনাকাল : ৮/৮/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।