তুমি বাংলার রবি
তুমি বাংলার কবি
জন্মেছ এই দেশে
তুমিই ঈশ্বরের রূপ
এসেছ বাঙালীর বেশে।
ছোট্ট থেকে লিখছো তুমি
কবিতা, গল্প, ছড়া
তোমার সৃষ্টি পড়ে, মানুষ বলছে..........
ওরে ও ভাই, রবির বিজয় কেতন ওড়া।
দেশ তখন পরাধীন, চলছে ব্রিটিশ রাজ
বঙ্গ ভঙ্গ রুদ্ধ করে,
ভাঙলে ব্রিটিশ রাজের তাজ।
গীতাঞ্জলি কাব্যে এলো নোবেল পুরষ্কার
বিশ্ববাসী তোমার চরণে দিল নমস্কার।
বাংলার রবি, দেশের রবি.....
তুমি বিশ্ব বাসীর রবি
তুমি বাঙালি, তুমি ভারতবাসী
তুমিই বিশ্ব কবি।
রচনাকাল : ৭/৮/২০২০
© কিশলয় এবং শীলভদ্র গৌড়ী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।