এক চিলতে ঘরে ঘুলঘুলি গলানো আবছা আলো, গুমোট ঘরে এ ও তবে খানিক ভালো, রাতের পরে দিন আর দিনের পরে রাত, সদ্যজাত খোঁজে মায়ের মমতা হাত । শিশির ভেজা ঘাসে কত স্বপ্নরা যায় আসে, যেনো পরম প্রিয়রা ঘিরে চারপাশে ছিন্ন ফরাস দাবী করে অন্তত এক মাস, ফের আতরের গন্ধ আসে নাকে । নব জন্মা ,ক্ষণ জন্মা,নাকি বেজন্মা ! কি নামে ডাকবে তাকে??রচনাকাল : ৭/৮/২০২০