ধরণীর বুকে পরিচিত তুমি বিশ্বকবি হয়ে, কালির ভান্ডার সদ্য ছিলো আর লাল চলতো বয়ে। সমস্ত অক্ষরের নিপুণ ব্যাবহার করেছো তুমি বেশ, শব দেহ সজীব হলেও থাকবে তোমার রেশ। মেঘের পালোকে রঙ লাগিয়ে করেছো তুমি রঙিন, হাতের উপর পুষ্পের ফিতাতে কিছুটা সমান দীন। পাতায় পাতায় লিখেছো তুমি প্রেমের অঙ্গীকার, আসক্তিকে সুদীর্ঘ করতে হয়েছি তোমার দ্বার। তোমার গমনে মনুষ্যজাতি হয়নি কোনো নিষ্কাম, আজ শুভ লগ্নে,তোমার চরণে, জানাই শতকোটি প্রণাম।রচনাকাল : ৭/৮/২০২০
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস। তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি। তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।