কবি গুরু নামে তুমি বিশ্ব বিখ্যাত,
উপহার দিয়েছিলে গীতাঞ্জলির মত কত সাহিত্য।
"জন গন মন" তুমি দিয়েছিলে উপহার,
নিজ কণ্ঠে গেয়েছো, তুমি তো সেই সুরকার।
তোমার হাতে তৈরি কত বেদনার বানী,
তোমাকে আর পাবোনা ফিরে, আমরা সেই কথা জানি।
তুমিই সেই কবি যে লিখেছো দুটো দেশের জাতীয় সঙ্গীত,
"আমার সোনার বাংলা" হল বাংলাদেশের সেই জাতীয় সঙ্গীত।
দুটি দেশের জাতীয় সঙ্গীত লিখে কৃতিত্ব করেছো অর্জন,
তোমার মেয়ের হাত ধরেই করেছো হিমালয় ভ্রমণের স্বপ্নপুরণ।
গীতাঞ্জলি লিখে তুমি পেলে নোবেল পুরস্কার,
আজও শান্তিনিকেতনে হয় তোমার নামের জয় জয়কার।
আজকের দিনেই হারিয়েছে ভারতমাতা তাঁর এক বীর সন্তান,
হে বিশ্বকবি গুরু তোমাকে আমার শতকোটি প্রনাম।
রচনাকাল : ৭/৮/২০২০
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।