বাইশে শ্রাবণ - আবেগঘন দু কলম
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ২০৬৯৩ জন পড়েছেন।
Swagata Sarkar
শ্রাবণের ওপর মন বড় অভিমানি  আজ
বাইশ কেড়ে নিয়েছে যাকে। 
আর কখনও কোনো মূল্যে 
বাঙালি  ফিরে পাবে কি তাকে? 

না। আমরা আমাদের প্রাণের কবি, বাংলা ভাষার প্রাণপুরুষ রবি ঠাকুর কে ফিরে পাব না কোনোদিন। তবে তাঁকে খুঁজে পাব আপনার- আমার তথা সব বাঙালী র আবেগে। কবি গুরু বাঙালি র ইমোশন। বাঙলা মায়ের গুণী সন্তান। বাঙালির প্রেমে- অপ্রেমে ,সুখে- দুঃখে, হাসি- কান্নায় ,বিরহে- একাকীত্বে তিনি প্রেরণা ,সাহস জুগিয়েছেন।

 সহজপাঠ্য সহজপাঠ এ বাঙালি বাংলা পড়তে  শিখেছে। তার মিষ্টি লেখনীর  যাদুতে শিশু ভোলানাথদের কাছে মাতৃভাষা হয়ে উঠেছে মাতৃদুগ্ধের মত স্বাদু ও সহজপাচ্য। কৈশোরে ও যৌবনে ভাবুক রোমান্টিক বাঙালি বুকে রেখে ঘুমিয়েছে শেষের কবিতা, চোখের বালি, গোরা। নরম মাটি মিঠে জল হাওয়ায় মানুষ বাঙালি। তার নরম আবেগঘন মন ভেসে গেছে, বারবার কাতর হয়েছে প্রেমে কিংবা বিরহে।

বাংলা ভাষার প্রেমে পড়তে শিখিয়েছেন তিনি। কলমের প্রতিটি অক্ষর এর ইন্দ্রজালে আজও আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছেন ভদ্রলোক। বিশ্বের দরবারে বাঙালির মুখ ঊজ্জ্বল করেছেন। তাকে বাঙালি মাথায় তুলে নাচবে নাচবে না তো কাকে নিয়ে নাচবে? আশ্চর্য! ও পাড়ার পাঁচুগোপাল কে নিয়ে নাচবে নাকি? 

অনেকে কবিগুরু সম্পর্কে অনেক বিরূপ লেখা লেখেন। তার ব্যক্তিগত জীবন, প্রেম জীবন নিয়ে অনেক রকম কু বা রসালো মন্তব্য করেন যেগুলো হয়তো উচিত নয়। কবির যুগ প্রায় দুশো বছর আগের। যুগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষকে দেখতে হয়। হ্যাঁ শুধু দেখতেই হয় তাকে। বিচার করার যোগ্যতা বা ধৃষ্টতা? না ঃ থাক। 

আসলে মানুষকে ভগবান (আইকন)বানাতে বানাতে আমরা ভুলে যাই ভগবান হলেও তো মানুষ। রক্ত -মাংস- আবেগ- অনুভূতি র মজ্জায় গড়া। দোষ- গুণ আর ভালো- মন্দের কম্বিনেশন। 

সাহিত্যানুরাগী দের শ্রাবণ এর কাছে পুঞ্জীভূত মেঘলা অভিমান টা রয়েই যায়। বাইশ কেড়ে নিয়ে ছে তাকে। দিয়েছে মৃত্যু যন্ত্রণা। বিচ্ছেদ শোকে ককিয়ে উঠেছে বাংলা। বাংলা সাহিত্যের অপূরণীয়  ক্ষতি। 

অসংখ্য ঘাত -প্রতিঘাত সয়ে জীবনের দীর্ঘ আশিটা বছর পার করেছেন কবি। চোখের সামনে বিদায় নিয়েছে প্রিয় মানুষেরা। মা, বৌদিদি, স্ত্রী, প্রাণপ্রিয় সন্তান রা (কন্যা, পুত্র) তার চোখের সামনে শেষ নিঃশ্বাস নিয়েছে। ভালো বাসার মানুষেরা কেন সূর্য চন্দ্রের মত হয় না? ওরা আজ যায়, কাল আবার ফিরে আসে, পরশু আবার।

সহস্র বেদনায় পাথর হয়েছেন কবি। লিখেছেন
"আমার সকল দুখের প্রদীপ.....আমার ব্যথার পূজা হয়নি সমাপন"। 
২০ শ্রাবণ, ১৩৪৮। রোগ শয্যায় কবি। অন্তিম শয্যায়। 

২২ শে শ্রাবণ ১৩৪৮। চিরদিনের মত থেমে গেল তার কলম। জীবন যত দিয়েছে কেড়েছে তার বেশি। সকল বিচ্ছেদ বেদনার সাক্ষাৎ শেষে তার ব্যথার পূজা হল সমাপন। 

বাইশে শ্রাবণ শান্তি দিয়েছে কবিকে। চির শান্তি।
রচনাকাল : ৭/৮/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 22  China : 20  Czech Republic : 1  Denmark : 3  Europe : 1  France : 48  Germany : 98  India : 1004  Ireland : 27  
Lithuania : 1  Norway : 52  Romania : 7  Russian Federat : 8  Saudi Arabia : 5  Sweden : 12  Switzerland : 3  Ukraine : 41  United Kingdom : 17  United States : 351  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 22  China : 20  Czech Republic : 1  
Denmark : 3  Europe : 1  France : 48  Germany : 98  
India : 1004  Ireland : 27  Lithuania : 1  Norway : 52  
Romania : 7  Russian Federat : 8  Saudi Arabia : 5  Sweden : 12  
Switzerland : 3  Ukraine : 41  United Kingdom : 17  United States : 351  
লেখিকা পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বাইশে শ্রাবণ - আবেগঘন দু কলম by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪১২৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী