ও আমার প্রাণের কবি মানুষ বড়ই প্রিয় সুখ দুঃখের দিনে তার রচনায় যে শ্রেয়। সাবলীল তার ছন্দতরঙ্গ ছুঁয়ে দেয় মন প্রাণ হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত শব্দেরা অতি মূল্যবান। বিশ্বের দরবারে ভারতের নাম উঠলো উচ্চ শিখরে নোবেল পুরস্কার প্রাপ্তিতে বাঙালি ধন্য মান্যবরে। রাখী উৎসবে মাতে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করে নতুন ভারত গড়ে তুলে।।রচনাকাল : ৭/৮/২০২০