কবির গীতাঞ্জলি চেতনে অবচেতনে
রবীন্দ্রসঙ্গীতে খুঁজি প্রাণবায়ু এ জীবনে
অনেক ভিড়ের মাঝেও রবি খুব চেনা
মনের অপ্রকাশিত আবেগের সঠিক ঠিকানা
পূজা প্রেম বিরহ শোক বিদ্রোহ বা রম্যরচনা
হৃদয়স্পর্শী তাঁর লেখনীর সকল ভাবনা
কেমন করে কেউ লেখে এমন মনের কথা
মেঘলা মন বা অশ্রুবিন্দুর জমানো ব্যথা
বাঙালির জিয়নকাঠি ঠাকুর তুমি জীবন্ত
গান কবিতা নাটক উপন্যাস গল্প সংগ্রহ অনন্ত
হৃদদরিয়ায় আজ কেবল অকাল প্লাবন
স্মরণে মননে প্রয়াণ দিবস ২২শে শ্রাবণ
মৃত্যু যদিও কবিগুরুর সাথে বিচ্ছেদ এ নয়
অবসরের রোজনামচা আজও রবীন্দ্রনাথময়।
রচনাকাল : ৬/৮/২০২০
© কিশলয় এবং অর্পিতা চক্রবর্তী কণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।