গোরস্থানের এপ্রান্ত ওপ্রান্ত দুজনেই শুয়ে আছি, আশেপাশে নানান প্রজাতির গাছ তারাও লেপ্টে আছে মাটির গহীনে নির্জনে, ঠিক আমাদের মত।
আমার মাথার উপর একটা বেপরোয়া ছাতিম দাঁড়িয়ে আছে,
বেপরোয়া হলেও তার একটা উদার মন আছে।
শুনেছি তোমার মাথার উপর নাকি একটা আদুরে শিউলি দাঁড়িয়ে থাকে!
রোজ সকালে তার খুসবুতে তুমি বুঁদ হয়ে থাকো।
বেগম,আমাকে মাটির ঘোমটা সরিয়ে তোমার দেখতে ইচ্ছে করে না!
আমি প্রত্যেকটা মুহূর্ত মাটির গহীনে হাত বাড়িয়ে তোমায় খুঁজি বেগমজান;
কিন্তু বেপরোয়া ছাতিমটা আমায় ছাড়তেই চাই না।
অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ মাটির উপর আছড়ে পড়ে;
আজানের ধ্বনি অনুরণিত হয় এপ্রান্ত থেকে ওপ্রান্ত: জান্নাত কেঁপে ওঠে।
বেগম,আমাকে মাটির ঘোমটা সরিয়ে তোমার দেখতে ইচ্ছে করে না!
@কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
রচনাকাল : ৬/৮/২০২০
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।