# তুতুনের হাতে হঠাৎ " হলুদ বসন্ত" বইটি দেখে মোহনা আঁতকে উঠলো। তুতুন হাসি মুখে এগিয়ে আসতেই মোহনা কিছুটা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো।মা এই পালকটা তুমি কোথায় পেয়েছিলে?এই বইটা কি তোমায় কেউ উপহার দিয়েছে?একেরপর এক প্রশ্নবাণে মোহনা যেনো অতীতের মাটিতে লুটিয়ে পড়লো আহত পাখির মতো।সবকিছু নিমেষের মধ্যে জোনাকির মতো জ্বলে উঠল স্মৃতির বাগিচায়।
# নির্জন ক্যাম্পাসে সেদিন বিকেলবেলা রঞ্জন " হলুদ বসন্ত " সঙ্গে পছন্দের ' ময়ূর পালক ' উপহার দিয়ে বলেছিল:- ' সময়ের ব্যবধানে তোকে বাঁচিয়ে রাখবো আমৃত্যু '।
রচনাকাল : ৬/৮/২০২০
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।