~স্কুলের শৈশব ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
টালি ছাওয়া স্কুলে ফাইভে পড়ি,
পড়াশুনায় ফাঁকিবাজি ,খেলা বেশি করি।
দিদিমণি পড়া ধরে ইতিহাস থেকে,
বলতে না পারি যদি মাথা দেয় ঠুকে।।
নি - ডাউন, কান ধরে ওঠ বোস, শাস্তি যে কত !
লজ্জা ছিল না মোদের দেবে দিক যত।
টিফিনের ঘন্টাটা যেই পড়া শুরু,
দল বেঁধে আমাদের খেলা হত শুরু।।
গাছে চড়া, দোল খাওয়া, চোর-পুলিশ খেলা,
আরও ছিল আই-স্পাই, খো-খো, কত কিছু খেলা।
স্কুল ছুটি হলে বই হাতে ছুট,
বাড়ি এসে বই ফেলে মাঠে দে ছুট।।
সন্ধেতে পড়ব কি ঢুলে ঢুলে সারা,
মায়ের বকুনি- মার ছিল বাঁধা ধরা।
আমাদের সময়েতে এই ছিল পড়া,
ছিল না পড়ার চাপ চিন্তায় ভরা।।
পুজোর পরেই হত পরীক্ষা শুরু,
প্রশ্ন হাতে পেয়ে বুক দুরু-দুরু।
রেজাল্ট হাতে নিয়ে যেই দেখি পাশ,
এক ছুটে বাড়ি আসি নিয়ে উচ্ছ্বাস।।
মা কহে ওরে খোকা করেছিস পাশ?
মাকে জড়িয়ে বলি করেছি যে পাশ।
মায়ের চোখেতে জল, মনে নেই রাগ,
খোকার রেজাল্টে যে নেই লাল দাগ।।
১৯ শে শ্রাবণ, ১৪২৭
রচনাকাল : ৬/৮/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।