এই বাইশের শ্রাবণ তাই নয় শোক, এই দিনের তোমাকে হৃদয়ে রেখেছি মোর! সহসা ব্যাকুল কনঠে বলি মম, তুমি রবীন্দ্রনাথ যা কিছু লিখেছো তুমি বেদনা ভরা বাণী, তা সব মানব জীবনের এক রঙিন ছবি! তোমার কলপনায় তে লিখেছো যত কবিতা, তাতে ছন্দ ময় করে দিলে ভরিয়া ! গর্বিত নোবেল ধন্য তোমার ছোঁয়াতে, সপ্ত সমুদ্রে বইছে জীবন সঙ্গীতে!! তুমি শুধু কবি নও হলে মোর কবিগুরু! এই শ্রাবণের তোমারে প্রনাম জানাই, আমার মনের নাথ তুমি রবীন্দ্রনাথ !রচনাকাল : ৬/৮/২০২০
অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন।