বলেছিলে, 'নাই বা মনে রাখলে..
সে কথা যে মিথ্যে তা' তো জানতে।
মনে কেন মর্মে আছো,
তুমি তো গহন গভীর উৎস হতে
ছড়িয়ে আছো শেষ চেতনার প্রান্তে।
দিয়েছ সুর, দিয়েছ ভাষা
মুখরিত আকাশ - বাতাস
স্পন্দিত হয়েছে হৃদয়,
বিশ্বকে করেছ জয়।
তুমি বিশ্বের কবি রবি-কবি
মহামানবের মাঝে
ঘটিয়েছ মিলন,
হয়েছে জাতির জয়।
হিংসা - বিদ্বেষ, ভেদাভেদ ভুলে
মিলেছে, মিলিত হয়েছে সকলে।
লেগেছে প্রাণের পরশ,
তুমি আরও কিছু দিলে।
দুঃসাহস দ্যুতির স্পর্শ লেগে,
এ সৃষ্টি ও হল মধুময়।
লহ গো প্রণাম মুগ্ধ মনে,
তোমার শত-চেতনার নানা রঙে,
তোমাকে করছি স্মরণ সকলে।।
রচনাকাল : ৫/৮/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।