শেষ নিঃশ্বাস
আজ বাইশে শ্রাবণ ;
রাস্তার মোড়ে, ঘরে ঘরে তোমাকে সকলে ফুল দিয়ে সাজিয়েজে।
চারিদিকে শোনা যাচ্ছে তোমারই সুর,তোমারই গান;
কিন্তু তুমি কোথায়?
প্রশ্ন করতেই যেন শুনতে পেলাম "আমি সর্বত্র বিরাজমান"।
জানি রবি জানি তুমি সর্বত্র বিরাজমান;
কিন্তু ফুলে তুমি এমন ভাবে ঢেকে গেছ------যেন অজানা
ভয়ে মনটা আঁতকে ওঠে।
মাইকে যখনই সকলে বক্তিতা দিতে বলে ওঠেন---তুমি আমাদের ছেড়ে চলে গেছ;
তখন গা শিউড়ে ওঠে। মন বলে -""না না, তোমার নিঃশ্বাস এখোনো চলছে।
তোমার "শেষ নিঃশ্বাস " কোনোদিন পড়বে না।
তুমি অমর রবে।কিন্ত বাস্তব বড্ড নিষ্ঠুর।
তোমাকেও চলে যেতে হল;
কিন্ত তোমার রচনা, তোমার গান, তোমার শান্তিনিকেতন-----সব অমর রবে।
তোমার সৃষ্টিতে ডুবতে পেরে ---ধন্য,রবি আমরা ধন্য।
তোমার গান শিশুর কথা ফোটাই,
তোমার কবিতা আবাল-বৃদ্ধ-বনিতার বাঁচার রসদ জোগায়।
তোমার গান দিয়েই নতুন দিনের শুরু।
আমাদের জাতীয় সঙ্গীতও সেই তোমারই দান।
"গীতাঞ্জলি" রচনা করে প্রাপ্ত নোবেল পুরস্কার অর্পণ করেছ ভারতমায়ের পায়ে।
মা ধন্য তোমার মতো সন্তান জন্ম দিয়ে।
এতো কিছু সত্বেও তুমি নাই বা ত্যাগ করতে শেষ নিঃশ্বাস;
রচনাকাল : ৫/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।