কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের থেকে সেরা ছাত্রীর সম্মাননাপত্র হাতে নিয়ে রূপকথা মিত্র এসবের কৃতিত্ব তার মাকে উৎসর্গ করে জানাল সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে ওকে মানুষ করার পেছনে মায়ের লড়াইয়ের কথা।
রূপের কথা শুনে ওর রত্নগর্ভা মাকে মঞ্চে ডাকার অনুরোধ করলেন উপাচার্য। মঞ্চে আসার পর সুভদ্রাদেবীকে দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল।
ভেজা চোখে, কাঁপা হাতে মাইক ধরে তিনি বললেনঃ একজন রূপান্তরকামী যে কারো মা হতে পারে, তা বোধহয় এখনো সমাজের ধারণার বাইরে। আমার মেয়ে সফল হয়ে সে ধারণা ভেঙে দিলো।
রচনাকাল : ৫/৮/২০২০
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।