মহামারির ভয়ঙ্করতা পড়েছি ইতিহাসে -
শুনেছি গল্প - রাস্তা ভরেছে আপনজনের লাসে।
স্বপ্নেও ভাবিনি এটাই আজ রাতের ঘুম নেবে কেড়ে;
দেশ-বিদেশে মৃত্যুর সংখ্যা ক্রমশ চলেছে বেড়ে।
প্রাকৃতিক বিপর্যয়ও মাঝে -মাঝেই দেয় মাথা-চাড়া-
ধ্বংস করে চোখের নিমেষেই অট্টালিকার চুড়া।
ভাইরাস "করোনা"প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও ভয়ানক-
একের মাথা ছুঁলেই গ্রাস করছে প্রতিবেশী সহ বহুলোক।
রক্তের জোর একেবারেই কম বৃদ্ধ, শিশুদের -
যে কোন রোগ তাই ঘায়েল করে সহজেই তাদের।
বৃদ্ধ,শিশু তাই একেবারেই ঘরে থাক নিয়ম মেনে
বারে বারে হাত ধুয়ে নাও সাবান - জল দিয়ে।
অকারণে কেউ বাইরে আড্ডা দিওনা ---
রক্তের জোরের দোহাই দিয়ে - তরুণ,যুবকও একে তুচ্ছ ভেবোনা।
করোনা'র কিন্তু সম্পূর্ণ ঠাণ্ডা মাথার রোগ --
মনের ভুলেও শরীরে যেন না পড়ে ঠাণ্ডার প্রকোপ।
জ্বর কিম্বা সর্দি লাগলে অযথা ভয় না পেয়ে
ডাক্তারের পরামর্শ নাও মনের জোর নিয়ে।
নিজেরা চাইলেই ভাইরাস কে করা যাবে কুপোকাত
নিয়ম মেনে চললেই সইতে হবেনা মহামারির আঘাত।
জোট বাঁধব মনে মনে - সশরীরে থাকব দূরে -
নিজে বেঁচে অপরকেও বাঁচাব -- 'করোনা'র প্রকোপ থেকে।
কলমে - নুপুর গাঙ্গুলী।
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।