কে বলেছে আপনি কন্যাদায়গ্রস্থ পিতা?
কে বলেছে আপনি দয়াপ্রার্থি সমাজের চোখে?
ভেবে দেখুন আপনি কন্যা দান করছেন;
আপনি তো নিজের জীবন কে দান করছেন;
যদি আপনি দায়গ্রস্থ হন, দয়াপ্রার্থি হন ---
তবে তাঁরা কি - যাঁরা আপনার দান গ্রহণ করছেন?
কন্যা সন্তান প্রসব করলেই সমাজ নাক কুঁচকায়-
সঙ্গে সঙ্গে মাথায় আসে - ' ছেলে হলে ভালো হতো'
অবশ্যই ভালো হতো - ছেলে হলে,কিন্তু মেয়েই বা কম কিসে?
সেও মাতৃত্ব দান করে,দান করে পিতৃত্বও --
তবে কেন জন্মলগ্নেও সন্তানসম্ভাকে আশির্বাদ করে " পুত্রের জননী হও"।
এই জন্মলগ্ন থেকেই অসম্মান শুরু কন্যা সন্তানের।
জন্মলগ্নেই যে অবহেলিত হচ্ছে -- কাপুরুষের সে আবার ভোগ সামগ্রী;
জন্ম থেকেই সব মেয়েদের শেখানো হয় "মেয়েমানুষের মানিয়ে নিতে হয়" -
কিন্তু খুব কম সংখ্যক ছেলেকে শিক্ষা দেওয়া হয় "মেয়েদের সম্মান করতে হয় ''।
সমাজ নিজেই জানেনা - নিজেকে সম্মান করতে--
নারী সেখানে কি করে আশা করবে - মানবিকতার জয়।
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।