শিরোনাম - একাকিত্বের জ্বালা
কলমে- নুপুর গাঙ্গুলী।
অনুভব করতে পার একাকিত্বের জ্বালা?
সেদিন আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম জান?
তুমি এরকম ভাবে কোথায় হারিয়ে গিয়েছিলে?
আকাশের শেষ দিগন্তে, দূরন্ত বাতাসের আবেগি ভঙ্গিতে, মাটির সোঁদা গন্ধে - --- পাগলের মতো কোথায় না খুঁজেছি তোমায়;
তুমি কি পাথর হয়ে গেলে? তুমি কি অনুভব করতে পারোনা- -তোমার সঙ্গ ছাড়া আমি সম্পূর্ণ নই;
তুমি এখোনো এতো উদাস???
জান--?আমার ভগ্ন হৃদয়ে স্বপ্ন-বাস্তবের চুলোচুলি তে আমি ক্লান্ত; আমি দিশাহারা;
কটূদৃষ্টির খরস্রোতার দূরন্ত বেগে আমি অসহায়ের মতো, ভেসে গিয়েছি- কিন্তু সেদিন কেউ ছিল না একটু সান্ত্বনা দেওয়ার;
সকলে শুধু আমাকে নিয়ে তামাশা করেছে, অবলম্বনহীন আগাছার মতো ছুড়ে ফেলেছে সমাজের এককোণে।
আমার চরিত্রে কালি ছেঁটাতেও তাদের রুচিতে বাঁধেনি জান?
তুমি হাঁসছো??? আচ্ছা কি করে বাঁচলে আমার স্পর্শ ছাড়া??? ক্ষণিকের জন্যও মনে পড়েনি আমার স্মৃতি?
একাকিত্বের জ্বালা কত যে ভয়ানক - প্রতিটা শ্বাসে, প্রতি মূহুর্তে আমি অনুভব করেছি।
কিন্তু সত্যিই আমি অবাক তোমার অবস্থান দেখে-
এমন কি রাজ ঐশ্বর্য আমি দাবি করেছিলাম - যে তুমি এত কঠোর শাস্তি দিতে পারলে?
শর্তহীন ভালোবাসা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস --- এই তো ছিল আমার চাওয়া;
আর এটাই কি আমার অপরাধ? আর এই কি আমার জীবনের অভিশাপের কারণ?
তবে এই অভিশপ্ত জীবনের জ্বালায় আমাকে হয়তো শেষ হয়ে যেতে হতো --- যদি তুমি আবার এভাবে আমাকে বুকে টেনে না নিতে;;
তোমাকে ক্ষমা করতে মন চায়না -- কিন্তু তোমায় চোখের দেখা দেখেই আমার এত অভিযোগ কোথায় যেন বিলীন হয়ে গেল ?
তাছাড়া আমি ক্লান্ত হয়ে গেছি একা লড়াই করে - -
এখন যখন তোমাকে আবার ফিরে পেয়েছি,আমি শুধু চাই - তুমি শুধুএকবুক আকাশ দিও স্বপ্ন ছুঁয়ে দেখি
একটু খানি স্পর্শ দাও নতুন করে বাঁচি।
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।