অধিকার
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : নূপুর গাঙ্গুলী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৪ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ১৯৩৭৩ জন পড়েছেন।
খোয়াই সাহিত্য প্রতিযোগিতা - 12
বিষয় - বিকল্প হীন মাতৃদুগ্ধ
কবিতা - অধিকার 
কলমে - নুপুর গাঙ্গুলী
রানাঘাট

মায়ের কাছে শিশু, আর শিশুর কাছে মা
একে অন্যের পরিপুরক - তুলনা হয়না ।
চোখ ফুটেই যখন শিশু মাতৃদুগ্ধ পান করে -
মা হওয়ার কি সুখ; মা ই অনুভব করতে পারে।
ভিটামিন - প্রোটিন - যা-যা পুষ্টি শিশুর চায় -
মাতৃদুগ্ধ একাই একশো - দরকার কি অন্য উপায়?
ছয়মাস পযর্ন্ত মায়ের দুধই শিশুর জন্য প্রয়োজন 
রোগমুক্ত হবে শিশু, ভবিষ্যতও হবে উজ্জ্বল।

দিন যাচ্ছে - শিক্ষা বাড়ছে  - মানুষ কত উন্নত 
কিন্তু তাদের ভাবনা শুনলে প্রাণ যেন ওষ্ঠাগত।
মায়ের দুধে শিশুর পুষ্টি অপূর্ণ রয়ে যায় -
বিকল্প পুষ্টি শিশুর তাই জন্ম থেকেই চায়।
বেবিফুড গুলো এমনিই কি বাজারে এসেছে ?
বাব-মা হিসাবে কম চিন্তা শিশুর স্বাস্থ্য-বুদ্ধি বিকাশে?
ছয়মাস মানে কত বড় শিশু - মায়ের দুধে চলে?
বোতলে তাই বেবিফুড গুলে শিশুর গলায় ঢালে।
এমন খেলা খেলোনা তোমারা নবজাতককে ঘিরে -
মাতৃদুগ্ধের অধিকার থেকে বঞ্চিত করোনা তারে।

কিছু মা ভাবেন,জন্ম দিলেই স্তন্যপানের জরুরি কিছু আছে ?
শরীর টা মোর অকালে ভাঙ্গবে-বুড়ি হয়ে যাব নিজে'।
যৌবন মোহে পড়োনা নারী - সচেতন হও আজও 
মাতৃদুগ্ধে অধিকার ওর - ওকে বঞ্চিত করো নাকো।
মাতৃদুগ্ধ শিশুর আহার,- ঈশ্বরের দান-
ক্ষুধাকাতর শিশু কে স্তন করাও পান।
দেখবে যখনই আনন্দে ভরা শিশুর চোখের হাসি-
মন টা বলবে -'এত সুখ আজ কোথায় ভরে রাখি ';
কমকরে ছয়মাস শিশু করবেই মাতৃদুগ্ধ পান-
তাদের কে বঞ্চিত করা মানে মাতৃত্ব কে অপমান।
যত নামি-দামি বেবিফুড শিশু কে খাওয়াও-
মাতৃদুগ্ধের বিকল্প আজও নেই দুনিয়ায়।।
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 13  France : 29  Germany : 53  Hong Kong : 1  India : 546  Lithuania : 2  Netherlands : 1  Norway : 18  Poland : 2  
Romania : 9  Russian Federat : 1  Saudi Arabia : 5  Sweden : 9  Switzerland : 4  Ukraine : 41  United Kingdom : 11  United States : 141  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 13  France : 29  Germany : 53  
Hong Kong : 1  India : 546  Lithuania : 2  Netherlands : 1  
Norway : 18  Poland : 2  Romania : 9  Russian Federat : 1  
Saudi Arabia : 5  Sweden : 9  Switzerland : 4  Ukraine : 41  
United Kingdom : 11  United States : 141  
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অধিকার by Nupur Ganguli is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮১০১
  • প্রকাশিত অন্যান্য লেখনী