#কলমেঃস্বাগতা_রায়
রাত ১১টায় একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছে রুমা।
রিক্সা পায়নি তাই অগত্যা হেঁটে বাড়ির কাছে পুকুর ধারে আসতেই লোডশেডিং হয়ে গেল।
সামনে শুধুই অন্ধকার দুরুদুরু বুকে সে গতি বাড়িয়ে দিল।
এমন সময় রুমার চোখের সামনে কে যেন দেশলাই কাঠি জ্বেলে সিগারেট ধরালো।
রুমা মনে একটু বল পেল। কিন্তু যাকে সামনে দেখলো সে আর কেউ নয় শুভাশীষ(শুভ)। তার প্রাক্তন প্রেমিক।
শুভ অন্য মেয়ের প্রেমে পড়ার ফলে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়।
চল তোকে পৌঁছে দিয়ে আসি।
পাশাপাশি চলতে থাকে দুজনে
রুমা আমাকে বিয়ে করবি?
কি বলছিস তুই?
তুই আমাকে ক্ষমা করে দিতে পারিস না?
না।
আমি ওকে ভালবাসতে পারিনি।
রুমা সব অভিমান ভুলে ওকে জড়িয়ে ধরলো।
শব্দসংখ্যা_৯৮
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং স্বাগতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।