মাসতুতো ভাই
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : শুভেন্দু ভৌমিক
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১০ টি লেখনী ২৬ টি দেশ ব্যাপী ৪৮৭৫ জন পড়েছেন।
- ও মশাই, আপনার কাছে একটু আগুন হবে?

চা-এর দোকানে বসে চা খেতে খেতে একটু শান্তিতে খবরের কাগজ পড়বো, তার উপায় নেই৷ একবার ভদ্রলোকের দিকে আপাদমস্তক দেখে নিয়ে পকেট থেকে লাইটারটা বের করে বাড়িয়ে দিলাম৷

- ধন্যবাদ৷

লাইটার দিয়ে সিগারেটটা ধরিয়ে মৌজ করে দু'টান দিয়ে এক কাপ চা-এর অর্ডার দিয়ে ভদ্রলোক আমার উল্টোদিকের বেঞ্চে বসলেন৷

- তা মশাই কী এখানে নতুন?

খবরের কাগজ থেকে মুখ তুলে আবার একবার ভদ্রলোককে আপাদমস্তক নিরীক্ষণ করে বললাম- তা এক প্রকার নতুনই বলতে পারেন৷ এই মাস ছ'য়েক হলো এসেছি৷ রোজই নাইট ডিউটি থাকে, তাই সকালের দিকটা বাড়িতে ঘুমিয়েই কাটাই৷ কাল নাইট ডিউটি ছিল না, তাই আজ দোকানে চা খেতে আসলাম৷

- ও আচ্ছা আচ্ছা৷ তা মশাই এর কী করা হয়?

- আমার ঐ একপ্রকার ইমপোর্ট-এক্সপোর্ট বিজনেস বলতে পারেন৷ আর আপনি?

- হে হে..আমারও কতকটা ঐরকমই কাজ৷
তখন থেকে শালা শান্তিতে বসে কাগজটাও পড়তে দিচ্ছে না৷ অগত্যা চা-এর পয়সা মিটিয়ে উঠে পরলাম৷

- চলি তাহলে৷ আপনি কী কাগজ পড়বেন?

- হ্যাঁ দিন৷

ভদ্রলোক হাত বাড়িয়ে কাগজটা নিতে গেলেন৷ কিন্তু ঠিকমত না ধরতে পারায় হাত ফস্কে কাগজটা নীচে পরে গেল৷

- সরি সরি..

আমি কাগজটা তুলে ভালো করে ঝেড়ে-ঝুড়ে ভদ্রলোকের হাতে দিয়ে উল্টোদিকে হাঁটা লাগাতে যাবো, এমন সময় পিছন থেকে ডাক পরলো-

- ও মশাই, আপনার লাইটারটা নিয়ে যাবেন তো৷

ভদ্রলোক আমার হাতে লাইটারটা দিয়ে হ্যান্ডশেক করে বললেন- হে হে ..পরে দেখা হবে৷ ভালো থাকবেন৷

আমিও একটু হেসে আবার ফেরার পথে পা বাড়ালাম৷

*********************

লাইটারটা পকেটে ঢুকিয়ে পকেট থেকে একটা চকচকে পাথর বের করে আনলাম- হীরে৷ হীরের দুত্যিতে আমার লোভী চোখটা চকচক করে উঠল৷ ভদ্রলোকের হাতের আংটিতে প্রথমে দেখেই ঠিক বুঝেছিলাম- এটা হীরে৷ এটা আমার হাতের এই প্ল্যাটিনামের আংটিটায় দারুন মানাবে৷

এসব ভাবতে ভাবতে ডান হাতটা চোখের সামনে ধরতেই হতভম্ব হয়ে গেলাম- আমার আংটি?

                                     (সমাপ্ত)
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং শুভেন্দু ভৌমিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 15  Europe : 1  France : 20  Germany : 43  India : 452  Netherlands : 1  Norway : 17  Romania : 8  Russian Federat : 12  
Sweden : 9  Switzerland : 7  Ukraine : 16  United Kingdom : 8  United States : 148  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 15  Europe : 1  France : 20  
Germany : 43  India : 452  Netherlands : 1  Norway : 17  
Romania : 8  Russian Federat : 12  Sweden : 9  Switzerland : 7  
Ukraine : 16  United Kingdom : 8  United States : 148  
লেখক পরিচিতি -
                          শুভেন্দু ভৌমিক ৬ ই মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই তাঁর সাহিত্যের প্রতি দারুণ ঝোঁক। তিনি চাকরী করার পাশাপাশি সাহিত্যচর্চা করতে ভালোবাসেন। ফেসবুকের বিভিন্ন সাহিত্যগ্ৰুপে অণুগল্প, ছোটগল্প লেখালিখি করেন।

অবসর সময়ে বিভিন্ন গল্পের বই পড়তে, সানডে সাসপেন্স শুনতে এবং টিভিতে ক্রিকেট-ফুটবল ম্যাচ দেখতে ভালোবাসেন। 
                          
© কিশলয় এবং শুভেন্দু ভৌমিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাসতুতো ভাই by Subhendu Bhowmick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪২৪১৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী