বিধাতার সৃষ্টি এক অটুট বন্ধন হৃদয়ে রয়ে যায় বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে সে যে আদরের ভাই। ছোটবেলায় স্মৃতি বিজড়িত খুনসুঁটি চলতো সারাক্ষণ নালিশ করে বকা খাওয়ানো তৎপর প্রতিক্ষণ। সৎ পথে সত্যের রাস্তায় চলার পরামর্শ দিতো অন্যায়ের বিরুদ্ধে সদায় সে তৎক্ষণাৎ গর্জে উঠতো। রাখী পূর্নিমার দিনে তাকে রাখী পরাবো আজ যতই হোক বাঁধবো রাখী ফেলে সকল কাজ।রচনাকাল : ৩/৮/২০২০