সকালে এন. আর. এস, বিকালে বাঙুর, মধ্য রাতে পরলোকে.. কি সুখের এই যাত্রাপথ! ছেলেটার মা হন্যে হয়ে ঘুরছিলো তাকে সকালের সূর্য দেখাবে বলে...
কিন্তু বর্তমান পরিস্হিতিতে ভগবানও লুকোচ্ছে আই. সি. ইউ. তে বা মাস্কের আড়ালে, যদিও মন্দির মসজিদে তালা দিয়েছে প্রশাসন।
সাংবাদিকের সামনে হেরে যাওয়া মা তখন দাঁড়িয়ে-- কিছুই বলার চেষ্টা করছে না বা হয়তো পারছে না..
পাশ থেকে দ্রুত এগিয়ে এসে ভগবান সাফাই গাইলো.. পসিটিভ, পসিটিভ, পসিটিভ
কাইন্ডলি ইউ থিঙ্ক পসিটিভ এস উই ডু....!!"
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং শ্রীরাজ সন্তু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।