রাজুর মা রাজুকে জিজ্ঞেস করল, "তুই অঙ্ক পরীক্ষাতে একশো তে একশো পাশ এবার চুরানব্বুই পেলি কেনো? কি ভুল করেছিস?"
রাজু মায়ের গলা জড়িয়ে বলল, "আমি তো দৌড়ে ফাস্ট হয়ে মেডেল পেয়েছি। আমার বন্ধুরও খুব ইচ্ছা, মেডেল পাওয়ার। কিন্তু ও তো হুইলচেয়ার ছেড়ে দাঁড়াতেই পারে না। একমাত্র অঙ্ক পরীক্ষায় প্রথম হলেই ওর ইচ্ছাপূরণ হবে। তাই আমি ইচ্ছা করে দুটো অঙ্ক ভুল করেছি। তাহলে ও ফার্স্ট হবে আর ওর স্বপ্ন পুরণ হবে।"
ওর মা বলল "সারাজীবন এরকম বড়ো মনের মানুষ হয়ে থাকিস বাবা!"
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং মৌসুমী ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।