জীবনের প্রথম নাইট শিফট ডিউটির প্রথম দিন, নাইট রিপোর্টটা সবে লিখতে শুরু করেছি, ১৩ নম্বর বেডের সাবিনা বিবি
-- ছোড়দি ১১:৩০টা তো বেজে গেল তুমি খাবে কখন?
-- এই তো রিপোর্টটা লেখা শেষ হলেই যাবো।
-- তুমি যাও ঘুমিয়ে পড়ো। সকালে তোমার আবার একটা ইঞ্জেকশন আছে।
-- না তুমি আগে খেয়ে এসো, তারপর।
আমার কলম থেমে গেল। অনেকক্ষণ ধরেই মায়ের কথা মনে পড়ছিলো খুব।
জানি নার্সিংয়ের লোকজনদের আবেগপ্রবণ হলে চলে না, তবুও কেমন করে না জানি ভেসে আসা মা মা সুবাস আমায় সিক্ত করলো!
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং পল্লবী নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।