রুমেলা, গলফগ্রীনের এক সচ্ছল পরিবারের আপাত ' সুখী ' গৃহবধূ। আপাত সুখী কারণ সাংসারিক দৈনন্দিনতায়, ব্যাংককর্মী স্বামী সুজয় সিনহার ঘরণী হয়ে, দুই সন্তানের নানা ফরমাশ খাটতে গিয়ে প্রকৃত সুখ খুঁজে ওঠা হয়নি তার! রুমেলা, যার গানের সুরে মুগ্ধ হত এক সময় প্রেমিক সুজয়, এখন সে বড্ড ব্যস্ত! গানফান শোনার সময় নেই!
এক অলস দুপুরে রুমির কানে ভেসে এলো সুর! এক অন্ধ বৃদ্ধার হাত ধরে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তার বৃদ্ধ স্বামী, দুজনের গলায় রবীন্দ্রনাথ, 'মুক্তি আলোয় আলোয়!' 'প্রকৃত সুখের' সন্ধান পেল রুমি!
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং তনুশ্রী দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।