ছুটিতে সপরিবারে সিমলা, মানালি ঘুরতে গেছি। সবার মনেই আনন্দ আর বেশ ফুরফুরে মেজাজ। পুরো ঘোরাটাই বাসে হবে।
"মা,দেখো ড্রাইভারের কমবয়সী হেল্পারটা কেমন হৈহৈ করছে।"
"বোন দেখ ,প্রিয় বিয়াসনদী! চল, রঙ-বেরঙের পাথর তুলি, নিয়ে যাবো ঘরে।"
দারুণ কাটছে দিনগুলো।
ফেরার দিন ড্রাইভারের কথায় চলন্ত বাসের চাকায় বাজে শব্দটা শুনেতে গিয়ে উল্টো দিকে লরীর খোলা দরজার ধাক্কায় ছিটকে গিয়ে পড়লো ছেলেটি, রক্তবমি শুরু।
আমাদের ফেরার ট্রেন দাঁড়িয়ে, ড্রাইভারও অন্য ট্রিপে যেতে বাধ্য। কিন্তু ছেলেটা? শেষে কি যে হলো মেলেনি কোনো খোঁজ।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং ইন্দ্রাণী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।