সম্পর্কটা আজ বদলে গেছে, মিছিলে হাটতে হাটতে ভাবছিল সুমা
এই এত্ত বড় শহরটার কত আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওদের হঠাৎ হঠাৎ করে ফেলা পাগলামির টুকরোটাকরাl কাজের শেষে ঘরে ফেরার সময়টাকে অহেতুক লম্বা করার বাসনায় ঘুরপথে ধিকিয়ে ধিকিয়ে চলা ট্রামে চেপে বাড়ি ফেরা আর নির্দিষ্ট স্টপের খানিকটা আগে নেমে পরে জনারণ্যের নিভৃতিতে আঙুলে আঙুল ছুঁয়ে হেটে চলাl
অন্যজনও তো এইপথেই ফেরে, এইসব ধূলিকণাতো তারও পথে ছড়িয়ে থাকে, একই স্মৃতি কি দুজনকে একই ভাবে কাতর করতে পারে۔۔ নাকি তার মাত্রা আলাদা হয় মানুষভেদে"
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং সোনিয়া চ্যাটার্জ্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।