দীর্ঘ চার মাস হয়ে গেল, লকডাউনের জন্য তপন বাড়িতে বসে।
অটো চালিয়ে তপন যা আয় করেছিলো, সেটা আজ তলানিতে। কিন্তু এবার কি হবে? কে দেবে টাকা? এমন আকাশ-পাতাল ভাবছে।
এমন সময় নরম স্পর্শে সম্বিৎ ফিরলো তপনের। মেয়ে ছবি বাবার হাতে স্কুল থেকে পাওয়া কন্যাশ্রীর সার্টিফিকেটটা তুলে দিয়ে বললো, "আজ তোমার মেয়েকে এই অসময়ে তোমার পাশে দাঁড়াতে দাও, বাবা।"
তপন ছলছল চোখে মেয়েকে বুকে জড়িয়ে বললো, "এই না হলে মেয়ে সন্তান।"
ছবির পড়াশোনার জন্য তার স্কলারশিপের টাকাই যথেস্ট ।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।