গাড়িটি জোরে ব্রেক কষলে বিট্টু জিজ্ঞেস করল "কিসের শব্দ হচ্ছে"?
বাবা বললেন "বাজি পোড়ানো হচ্ছে"
গাড়ির দরজা খুলে নেমে পড়ল বিট্টু। বাবা চিৎকার করলেন, "ওরে বাবু, এদিকে আয় ওদিকে বিপদ"!
ধোয়া আর শব্দ তাণ্ডবে তখন মুখরিত চারিদিক।
সামনে তাকিয়ে বাবা দেখলেন এক অদ্ভুত দৃশ্য, একটি ছেলের হাতে বিট্টু কিছু একটা গুজে দিলো।
"কি দিলি ওকে বিট্টু"?
বিট্টু উত্তর দিলো "ওকে ফার্স্ট-এইড বাক্সটা দিয়ে এলাম যেটা গাড়িতে ছিলো। ওদেরও তো এটা কাজে লাগাবে তাই না বাবা"?
বাবা একগাল হাসলেন॥
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং মলয় বর্ধন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।