"আমার কেন এমন সর্বনাশ হলো বাবা?? তুমি কেন কিছু বুঝতে পারলে না ??"
মেয়ের চিৎকারে সম্বিৎ ফেরে এক অসহায় পিতার। এক বছর আগে কোষ্ঠী তিথি নক্ষত্র গণনা করেই মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। দুজনেই রাজজোটক। তবু বছর না ঘুরতেই এই অঘটন। হাইওয়েতে বাইক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে জামাই বিকাশ।
পেশায় জ্যোতিষ ত্রিকালদর্শী চিত্তবাবুর খুব নামডাক। সবার ললাটলিখন পরিবর্তনে তার জুড়ি মেলা ভার। তবুও নিজের কন্যার দুর্ভাগ্যকে আটকাতে পারলেননা তিনি।
মানুষের ভাগ্যের লিখন বোঝার সাধ্যি যে মানুষেরই নেই ....।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং লাজলী কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।