দাদার সাথে কিছুক্ষণ ঝগড়া করে কেঁদে কেটে চোখ মুখ লাল করে শিমুল ছুট্টে নিজের ঘরে চলে গেল।দাদা তো বুঝতেই পারলনা কি জন্য বোনের এত কষ্ট হলো।কাঁচুমাচু মুখ করে তাই গেলো বোনের ঘরে...'প্লিজ রাগ করিস না বোন। সরি রে।কি করলে তোর ভালো লাগবে বল,আমি সেটাই করব। 'বোন কাঁদতে কাঁদতে বললো তুই জানিস না কি করেছিস, চড় মেরেছিস , কত লেগেছে জানিস??দাদার সত্যিই খারাপ লাগলো।"আচ্ছা কান মলছি"।তুইও আমাকে মার(যদিও মনে মনে জানতো বোন মারবেনা )।কিন্তু দাদা কথাটা বলতে না বলতেই দুমদুম করে বেশ বার দুই মেরে নিল বোন ,তবেই শান্তি!আসলে সেতো ব্যাথার জন্য কাঁদেনি এতক্ষন, সুযোগ খুঁজছিল কতক্ষনে দাদাকে আবার মারতে পারবে।দাদা কিছুক্ষনের জন্য হতভম্ব হলেও নিজেকে সামলে নিলো।সে বোনের আর এক গালে চড় দিয়ে বললো "দাদা হিসাবে একটা দায়িত্ব আছে তো ,বোনকে তো আইবুড়ো রাখতে পারিনা "।এরপর শুধুই দুম দাম শব্দ চারদিকে।মা ব্যালকনিতে বসে ভাবছেন কতক্ষণ এসব চলবে।তিনি এসব ব্যাপারে নিজেকে জড়ান না,আফটার অল ভাই বোনের ব্যাপার তো!
রচনাকাল : ২/৮/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।