এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে,
যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা...
স্বপ্নেরা তবু খুজে যায় জীবনের শেষ সীমানায়,
আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা...
আরো একবার চলো ফিরে যাই,
পাহাড়ের ঐ বুকেতে বেড়াই...
আকাশের হাত ছানিতে সারাদিন,
কি হবে না ভেবে...
আরো একবার হাতটা ছুয়ে দেখ,
আজও আমাদের ইচ্ছেগুলো এক...
আমি জানি তুই আবার হারাবি,
নিজেকে নিজেকে...
আরো একবার রাজি আমি,
আমি রাজি ঝুকি নিতে...
তোর চোখে উকি দিতে,
সমহনের আমন্ত্রণে...
বেশি কথা থাক বলো না,
ফেকে শেখা গেছে চলো না...
পরিবর্তন এলো না তবু মনে।।।
রচনাকাল : ২/৮/২০২০
© কিশলয় এবং তথাগত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।