#অনুকবিতা শিরোনামঃ শ্রাবণধারা কলমেঃস্বাগতা রায় বৃষ্টিতে আয়রে ভিজি ছাতাটা দে ফেলে শ্রাবণের অঝোর ধারায় নিজেকে ধর মেলে। আগুন লাগুক হৃদয় মাঝারে তোলপাড় হোক শুরু মনের মধ্যে উথাল পাথাল বুক কাঁপে দুরুদুরু। একটুখানি কাছে এসে জরিয়ে ধরে বলো সারাজীবন একসাথে থাকবো দূরে কোথাও চলো।রচনাকাল : ২/৮/২০২০