ভাগ‍্যিস সে ছিল
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : নূপুর গাঙ্গুলী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৪ টি লেখনী ৩২ টি দেশ ব্যাপী ১৫৩২০ জন পড়েছেন।
ইভেণ্ট - অনুগল্প
গল্প- ভাগ‍্যিস সে ছিল।
কলমে - নূপুর গাঙ্গুলী।

মাধ‍্যমিক পরীক্ষার পনেরো দিন আগে অরুণের সঙ্গে পাশের বাড়ির তরুণদার কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি শুরু হয়ে গেল। সকলে মিলে সে যাত্রায় ঠেকিয়ে দিল। কিন্তু তাদের সম্পর্কে ঘুন ধরে গেল। অরুণের পরীক্ষা ভালোই হচ্ছে। হঠাৎ একদিন সে পরীক্ষা দিতে যাবে বলে,ওর মা তাড়াহুড়ো করতে গিয়ে কলতলায় পড়ে গেলেন। একদিকে পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে,অন‍্যদিকে মাকে ডাক্তারখানাতে নিয়ে যেতে হবে - - -কি করবে, বড্ড অসহায় লাগছে। এমন সময় তার তরুণ দা কে খুব মনে পড়ছে। পরীক্ষাটা না দিলে এক বছর নষ্ট আর এদিকে মা অসহ‍্য যন্ত্রণায় কাতরাচ্ছে। উঃ কি যে করে সে। এমন সময় খবর পেয়েই তরুণদা উপস্থিত। বলল 'যা তুই পরীক্ষা দিতে, কোনো চিন্তা করিস না। আমি থাকতে তোর কোনো ভয় নেই।' অরুণের যেন ধরে প্রাণ এল। কিন্তু কিন্তু করতে করতে সে পরীক্ষা দিতে গেল। ফিরে এসে দেখে মায়ের পায়ে প্লাসটার করা আর তরুণ দা মায়ের পাশে বসে আছে। মায়ের মাথায় বুলিয়ে দিয়ে সে বলল ' তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ' আর তরুণ দা কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল ' তোমার জন‍্যই আজকে আমরা দুজনেই রক্ষা পেলাম। তুমি শুধু আমার নয়, এ পরিবারের বন্ধু। আজ থেকে আমি তোমায় "বন্ধু দাদা"  বলে ডাকব। কোনো পরিস্থিতিতেই আমাদের বন্ধুত্ব নষ্ট হবেনা।'
রচনাকাল : ২/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Germany : 2  India : 92  Ireland : 7  Korea, Republic : 1  Saudi Arabia : 2  Sweden : 9  Ukraine : 4  United States : 116  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Germany : 2  India : 92  
Ireland : 7  Korea, Republic : 1  Saudi Arabia : 2  Sweden : 9  
Ukraine : 4  United States : 116  
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভাগ‍্যিস সে ছিল by Nupur Ganguli is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৬২২৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী