ইভেণ্ট - অনুগল্প
গল্প - ভাগ্য চক্র
কলমে- নূপুর গাঙ্গুলী
কৌশিক বেরিয়ে পড়ল আট টা পাঁচের ট্রেন টা ধরবে বলে। যথারীতি ট্রেনে উঠে পকেটে হাত দিয়ে দেখে মান্থলি টা নেই। সর্বনাশ; টিটি ধরলে তো হয়ে গেল,;চোখের সামনে সব পরিস্কার হয়ে গেল। ভাবতে ভাবতে টিটি উপস্থিত। 'টিকিট?' শব্দ টা শুনেই গায়ে শিউরে উঠল। সে কেবল বলেছে মান্থ্লি না আনার কথাটা, ব্যাস ; টিটির চোখ দুটি কিছু পাওয়ার আশায় জ্বলজ্বল করে উঠল। হঠাৎ পিছন থেকে একজন বলে উঠল ' ওর টিকিট টা আমার কাছে স্যার।' টিটির সাথে কৌশিকও অবাক হয়ে তাকিয়ে দেখে টাক মতো একটা লোক হাত বাড়িয়ে দিল। সে কিছু বলার আগে লোকটাই বলল 'কিরে কেমন আছিস'?উত্তর দেওয়ার আগেই টিকিট দেখে টিটি চলে গেছে। কৌশিক কিছু জিঞ্জাসা করার আগেই লোক টি বলল পরের কয়েকটি স্টেশান পর আমার স্ত্রী উঠবে। ওকে আমি টিকিট কাটতে বলে দিয়েছি। ওর টিকিট আমি টিটি কে দেখালাম। অকারণ আপনাকে হেনস্থা করত।' সে ধন্যবাদের ভাষা খুঁজে পেল না। আবেগের বসে ভদ্রলোক কে জড়িয়ে ধরল। বলল 'আজ থেকে আপনি আমার বন্ধু।' আমাদের বন্ধুত্বের রং কখোনো ফিকে হবে না।
রচনাকাল : ২/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।