শান্তি দাও প্রভু
আজ পৃথিবী হাহাকার করে কাঁদছে।
যন্ত্রণায় ফেটে যাচ্ছে তার হৃদয়।
তুমি শান্ত কর, শান্তি দাও প্রভু এই পৃথিবীতে।
যারা হিংস্র, স্বার্থপূরণে রক্ত পিপাসু হয়ে ওঠে,
খুব সহজেই চোখ উল্টে নেয়---শুধু নির্মম স্বার্থে;
যারা যুদ্ধ চায়--তাদের বুকে লেপে দাও শান্তির প্রলেপ।
মনের মাঝে ছড়িয়ে দাও ভালোবাসার সুগন্ধ ;
রক্ষা কর চীন সীমান্তে,আমার ভারতের সৈনিকদের।
বেইমানের হাতে আজও লেগে আছে আমার দেশের রক্ত।
কিন্তু আর না ; মায়ের কোল থেকে সন্তানকে আর ছিনিয়ে নিওনা---
ছিনিয়ে নিও না স্ত্রীর বুক থেকে স্বামিকে;
ভায়ের ভালোবাসা থেকে বঞ্চিত কোরোনা বোনকে; সন্তানের লাশের মুখোমুখি কোরোনা তার জন্মদাতাকে;
আমাদের দেশের রক্ষাকর্তা,আমাদের ভবিষ্যৎ যারা--
অকালে তারা ঝরে গেলে আমাদের দেশকে
উন্নতির উচ্চশিখরে উন্নিত করবে কারা ?
রচনাকাল : ২/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।