, শহর : Kolkataঅনেক গল্প লুকিয়ে আছে, ইন্দ্রের রথের চাকায়; ইতিগয শ্রবণ করিয়ে যুধিষ্ঠিকে করেছে হায়। অনেক গল্প লুকিয়ে আছে, মিলবেনা তাদের সারা; তনুতে কালো দাগ ফেলে আশ্চর্যকে করেছে খাড়া। অনেক গল্প লুকিয়ে আছে, মিতালির বাড়ির উঠোনে; প্রতিশ্রুতির মোকদ্দমায় বিবেক হারছে ক্ষণে ক্ষণে। অনেক গল্প লুকিয়ে আছে, বীরভূমের বারান্দায়; গণিকার মুখে পটাসিয়াম সায়ানাইড, উপাধ্যায়কে পাওয়ার আশায়। অনেক গল্প লুকিয়ে আছে, লুকিয়ে থাকাই শ্রেয়; দূর্বার কবে মৃত্যু হবে বলতে পারো কেহ?রচনাকাল : ১/৮/২০২০
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।
তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।
তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।