অনেক গল্প লুকিয়ে আছে, ইন্দ্রের রথের চাকায়;
ইতিগয শ্রবণ করিয়ে যুধিষ্ঠিকে করেছে হায়।
অনেক গল্প লুকিয়ে আছে, মিলবেনা তাদের সারা;
তনুতে কালো দাগ ফেলে আশ্চর্যকে করেছে খাড়া।
অনেক গল্প লুকিয়ে আছে, মিতালির বাড়ির উঠোনে;
প্রতিশ্রুতির মোকদ্দমায় বিবেক হারছে ক্ষণে ক্ষণে।
অনেক গল্প লুকিয়ে আছে, বীরভূমের বারান্দায়;
গণিকার মুখে পটাসিয়াম সায়ানাইড, উপাধ্যায়কে পাওয়ার আশায়।
অনেক গল্প লুকিয়ে আছে, লুকিয়ে থাকাই শ্রেয়;
দূর্বার কবে মৃত্যু হবে বলতে পারো কেহ?
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।