#লেখনীতে অনন্যা#
#আমার নারী দুর্গা#
মহালয়ার পূণ্যলগ্নে মা দুর্গার আগমনী ডঙ্কা বাজে
অসহায় দুর্বল নারীরা হারায় ভিড়ের মাঝে।
ধূপদ্বীপ কাঁসরঘন্টা মাইক পূজায় প্রয়োজন
অভাব ঘরে ক্রন্দনরত ব্যর্থ সকল আয়োজন।
স্বর্ণ মুকুট শোভিত হস্তে কনক বাহু বন্ধনী
নিঃস্ব রিক্ত আঁখিতে নিস্পাপ করুণ কাহিনী।
ঝাঁ চকচকে মন্ডপ বাহারি আলোক শোভিত
ধূলা ধূসরিত পরনের বসন শতছিদ্র খচিত।
অসুর দলনী মুক্ত কেশী প্রিয় শিব জায়া
অত্যাচারিত বধূ ,প্রতিঘরে বিষ বাস্পের ছায়া।
মন্দিরে দেবী পূজিতা সম্ভ্রান্ত নরনারী দ্বারা
নিদ্রাহীন রাত্রি কাটায় নির্যাতিতা শোষিত রমনীরা।
পঞ্চভাজা ভোগের থালা মৃন্ময়ী মায়ের সামনে
অভুক্ত উচ্ছিষ্ট ভক্ষণে বাধ্য,মাগো খায় কেমনে?
নূতন থিমপূজা আয়োজকরা সাঁওতালি নৃত্যে মাতে
বাজেট বরাদ্দ হয় না অবলা নিপীড়িত নারীদের খাতে।
সম্ভ্রম রক্ষার্থে প্রকট দশভূজা মা আসেন মর্ত্যে
নারী মর্যাদা হরনে ধর্ষক লুকায় কোন্ গর্তে?
শিউলি ফুল কাশবন দেয় মায়ের আগমনী বার্তা
কন্যাভ্রুণ হত্যার শাস্তি মৃত্যু,আনবে দেশে সমতা।
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং স্বাগতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।