যাযাবর শ্রমিক ওরা নাম পরিযায়ী মাইনে প্রচুর তবে চাকরি ক্ষণস্হায়ী। স্বরাজ্য ত্যাগ করে চলে যায় অন্যরাজ্যে মহামারি ছড়ালে তারা আসেনা কারো কার্যে। অভুক্ত বদনে মাইল অতিক্রম করে বাড়ি ফেরে বাড়িয়ে দাও হাত সাহায্যের, সুন্দর জীবন না কেড়ে।রচনাকাল : ১/৮/২০২০