আজ দীর্ঘ ছয় মাস কেটে গেলেও খবর নেই বাবার ! না, বাবা আছেন..সেই বিশ্বাস ও আছে মনে । কারণ , দেশের হয়ে লড়তে তিনি কোনদিন পিছপা হয়নি । তিনি মানে কর্নেল প্রতাপ সিং। আজ যে বাবার জন্মদিন ...কিন্তু বাবা যে বীর সৈনিক ,তাই বর্ডার এ দেশের শত্রুদের সঙ্গে লড়তে ব্যস্ত ! তাই কোন আক্ষেপ নেই বাবার জন্যে বরং গর্ব হয় । হঠাত্ রেডিও খবরে ভেসে এলো, কর্নেল প্রতাপ সিং শত্রুদের গুলিতে নিহত হয়েছেন ! বাবুনের চোখ বেয়ে জল ঝরে পরলো তবে সেই জল ছিলো গর্বের ॥রচনাকাল : ১/৮/২০২০
মলয় বর্ধন, ৭ ই জুন হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন । তিনি লেখাপড়ার পাশাপাশি ছবিও আঁকেন । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার দারুণ আগ্রহ । তিনি সাহিত্যচর্চা করতে, গল্প লিখতে ও পড়তে ভালোবাসেন । তিনি বড়গল্প, ছোটগল্প, নাটক, কবিতা লেখেন । এছাড়া, কমিক্স করা তার অন্যতম সখ । তাছাড়া, তিনি বিভিন্ন অনলাইন পত্র -পত্রিকাতেও লেখেন ।