গণনার কাজ শেষ এবার রেজাল্টের পালা .. কে কত বেশি ফুচকা খেতে পারে ...এই প্রতিযোগিতা যখন শুরু করেছিলো পল্টু ভাবতে পারেনি এক নিমেষে একান্নটা ফুচকা খেয়ে ফেলবে ..!! আসলে পাড়ার হাকাবুকো মাতব্বর তো তাই বেশিতো খেতেই হতো নইলে তার সন্মান যেতো ! এদিকে তার পেটে বড্ড মোচড় দিচ্ছে.. এই বুঝি একটা কেলেঙ্কারি ঘটে !!! তাই থাকতে না পেরে বলেই ফেলে সে - জানি বিচারক কাকু আমিই প্রথম হয়েছি । বিচারক জানতে চাইলে না সে কি করে বুঝলো বরং পল্টুর মুখের ভঙ্গি এবং তারপর রুদ্ধ শ্বাসে পালানো সব প্রশ্নের উত্তর দিয়ে দিলো ॥রচনাকাল : ১/৮/২০২০
মলয় বর্ধন, ৭ ই জুন হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন । তিনি লেখাপড়ার পাশাপাশি ছবিও আঁকেন । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার দারুণ আগ্রহ । তিনি সাহিত্যচর্চা করতে, গল্প লিখতে ও পড়তে ভালোবাসেন । তিনি বড়গল্প, ছোটগল্প, নাটক, কবিতা লেখেন । এছাড়া, কমিক্স করা তার অন্যতম সখ । তাছাড়া, তিনি বিভিন্ন অনলাইন পত্র -পত্রিকাতেও লেখেন ।