গাড়িটি জোরে ব্রেক কোসলে বিট্টু জিজ্ঞেস করলে ..
কিসের শব্দ হচ্ছে ? বাবা জওয়াব দিলে,... বাজি পোড়ানো হচ্ছে বাবা ...
গাড়ির দরজা খুলে নেমে পরলো বিট্টু । বাবা চিত্কার করে বললো ওরে বাবু ...এদিকে আয় ওদিকে বিপদ !
ধোয়া আর শব্দ তাণ্ডব এ তখন মুখরিত চারিদিক ...
সামনে তাকিয়ে বাবা দেখলে এক অদ্ভুত দৃশ্য... , একটি ছেলের হাতে বিট্টু কিছু একটা গুজে দিলো ...
কি দিলি ওকে বিট্টু ? বিট্টু হেসে উত্তর দিলো ...ওকে ফার্স্ট এইড বাক্সটা দিয়ে এলাম যেটা গাড়িতে ছিলো ..ওদের এই সময় কিছু হলে এটা কাজে লাগাবে...সাথে মিষ্টির বাক্স টি দিলাম ...ওরা কি খালি বাজি ফাটাবে নাকি ?
ওদেরও তো মিষ্টি মুখ করার কথা ...আজ যে শব্দ দেবীর পুজো ...
বাবা অবাক হয়ে জানতে চাইলে , কে শব্দ দেবী ? বিট্টু বললে ...কেনো যার জন্যে আজ সবাই বাজি ফাটায় ...
বাবা সবটা বুঝে ..অট্ট হাসিতে ফেটে পরলেন ॥
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং মলয় বর্ধন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।