ইভেন্ট - মন
কলমে- নূপুর গাঙ্গুলী।
না না; আমি নিজে যেমন খুব সাধারণ,আমার স্বপ্ন ছিল খুব সাধারণ। কিন্তু সব স্বপ্ন মাটি করে দিল আমার শারীরিক অসুস্থতা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম - ছোট, ছোট বাচ্চাদের পড়াব, গান শেখাব, বেড়াতে নিয়ে যাব তাদের পড়াশোনার জন্যই। অর্থাৎ স্কুল টিচার হব। আর নিজের পায়ে দাঁড়াতে কে না চায়।
প্রত্যেকের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। কিন্তু অসুস্থতার জন্য আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতাম না। ফলে বি.এ.( বাংলা অনার্স ) নিয়ে পড়েও আমি শেষ পযর্ন্ত স্বপ্নের দোড়গোড়া থেকে ফেরত এসেছি। মন টা খুব খারাপ হয়ে যায় - এসব কথা ভাবলে। আমার থেকে কত্ত পিছিয়ে থাকারা, আজ চাকরি করছে। আর আমি অবুজের মতো সব সহ্য করে নিচ্ছি।
আর এখন দূধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। নিজের সন্তান কে পড়াচ্ছি, তার পিছনে দৌড়ে বেরাচ্ছি। সঙ্গে এখন আর দুটো সাথী -- কলম, মোবাইল। এদের সঙ্গে মিশে জীবনের অপূর্ণ স্বপ্ন কে সিকেয় তুলে রেখেছি। মন টা কে বুঝিয়েছি সকলের জন্য সব কিছু নয়। নিজে স্বাবলম্বি হওয়াটাও না হয় স্বপ্ন হয়ে রয়ে গেল।
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।