কবিতা - স্মৃতি
কলমে - নুপুর গাঙ্গুলী
উনিশ কে আমি একবার নয়, ফিরে দেখি বহুবার
উনিশ আমায় বিক্ষত করে অশ্রু দিয়েছে উপহার।
ঝড়ের আভাস না দিয়েই নিমেষে জীবন করেছে ছারখার;
মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে জীবনে এনেছে হাহাকার।
মায়ের আঁচলের স্নেহছায়া কি - অনূভুতি আছে তার?
সর্বশান্ত করেও উনিশ তেমনি শান্ত, নির্বিকার।
মৃত্যু এমন ভয়ংকর ; কখনও ভাবিনি দুঃস্বপ্নে
বাস্তবে উনিশ দেখিয়েছে তা, অনুভব করি প্রতিক্ষণে।
মায়ের আদোরে খেয়ালই করিনি বাস্তব এতো কঠোর;
তাঁর সুত্রেই ছিল কত ভালোবাসা, প্রাণভরা সমাদর।
উনিশ কে তাই যত ঘৃণা করি, সম্মানও করি তাকে
মাতৃস্নেহ থেকে বঞ্চিত করলেও চিনিয়েছে জগৎ টাকে।
উনিশ আমার পথপ্রদর্শক, জীবনের বড় স্মৃতি
বারবার তাকে ফিরে দেখতেই হবে, যাবেনা টানা ইতি।
~~~~~~
রচনাকাল : ৩১/৭/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।