কবিতা - আমার করে আমি রাখব তোমায়
কলমে - নূপুর গাঙ্গুলী।
মা - তোমাকে যতবার ডাকি কখোনো আশ মেটেনা মা
আনন্দ,কষ্ট, দুঃখ, অভিমান সবই স্বার্থক তোমাতেই মা।তোমার গর্ভ আমার স্বর্গ, যেখানে চোখ না ফুটতেই আমি অনুভব করেছি তোমার মুখের হাসি।
তোমার কোল আমার পৃথিবী, যেখানে আমার ছোট বেলার সকল সুখ- দুঃখ অনুভব করেছি।
তোমার আঁচল আমার ভালবাসার খনি, যেখানে আমি নিশ্চিন্তে শান্তির শ্বাস ফেলেছি।
তোমার আশ্বাস আমার আশির্বাদ,যার জন্য আজ আমি সম্পূর্ণ রূপে সুখী।
কিন্তু তুমি কেন এভাবে হারিয়ে গেলে, কিচ্ছু না বলে ?
মা, তুমি কি জান এখন আমি কেমন আছি?
স্বামী - সন্তান নিয়ে বহু ব্যস্ততার মধ্যেও আমি বড্ড একা।
এ তোমার কেমন হারিয়ে যাওয়া মা, যেখানে আমার ক্লান্তি হীন 'মা' ডাক তুমি শুনতে পাওনা।
নাকি এ আমার কোন অজানা অপরাধের শাস্তি ?
হাজার ডাকেও তুমি যখন সাড়া দাওনা মা -
বড্ড অসহায় লাগে তখন জানো;
স্বামীর ঘর যতই ভালো হোক, মা থাকলে বুকে একটা আলাদা জোর থাকে।
হাজার ঝড়- ঝঞ্ঝার পড়েও মা এমন একটা নিরাপদ আশ্রয়, যেখানে রয়েছে শুধুই ভালোবাসা।
নিজের সখ -সৌখিনতার জলাঞ্জলি দিয়ে, আমাকে বড় করলে তুমি -
কিন্তু এতো তাড়াতাড়ি হারিয়ে গেলে, যে তা বিন্দু মাত্র তা পূরণ করার সুযোগ দিলেনা।
জানিনা জন্মান্তর বলে কিছু আছে কিনা, যদি থাকে তুমি আবার আমার মা হবে আর তোমার সন্তান হব। আমি আমার অপূর্ণ সাধ মিটিয়ে নেব তোমাকে আদর করে,
সমাজের সব বাঁধা লঙ্ঘন করে তোমার অপূর্ণ সব সাধ পূর্ণ করব।
তোমার চরণে নিবেদন করব পৃথিবীর সব সুখ,
আর তোমাকে দিয়ে শর্ত করিয়ে নেব জন্ম জন্মাত্বরে তমিই আমার মা হবে।
তুমি আমার জীবনে স্বপ্নের প্রতিমা নও, তুমি আমার মা, আমার জীবনের চুড়ান্ত সত্যি।
~ ~ ~ ~ ~ ~
রচনাকাল : ৩১/৭/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।