আজকাল শিশির কে তেমন দেখা যায় না। ।ওর কি খবর রে ভাই?
ভ্রমরের বিয়ের পর শিশির বড্ড বদলে গেছে। আসলে খুব ভালোবাসতো তো। মাথায় টাক পড়ে গেছে, পাওয়ারের চশমা পড়ে একদম বুড়ো বুড়ো হয়ে গেছে। বিয়েও করল না। হাত পুড়িয়ে খায়। বিয়ের কথা বললে রেগে যায়। বলে 'বেশ তো আছি'।
সেদিন বাজারে জিনিস কিনতে হঠাৎ ভ্রমরের সঙ্গে দেখা। তাকে বধূসাজে দেখে শিশিরের প্রেমের জীবনের সেই রত্নমাখা দিন গুলির কথা মনে পড়ে গেল। সে যেন স্বপ্নের দেশে হারিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পরে ভ্রমর জিঞ্জাসা করল 'কেমন আছো?' শিশির যেন আবার চরম সত্যে ফিরে এল।।
রচনাকাল : ৩১/৭/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।