সুজাতার সাথে অনিমেষের দীর্ঘদিনের পত্রপ্রেম। পত্রবাহক দুজনের কমনফ্রেন্ড মাধবীলতা। পত্রপ্রেমে দুজনে গদগদ হলেও ব্যস্ততা আর লাজুকতায় সুজাতা কোনদিন অনিমেষের সাথে দেখা করে উঠতে পারে নি। এভাবে চিঠির আদানপ্রদান করতে করতে অনিমেষ আর মাধবীলতা প্রেমে জড়িয়ে পড়েছে সেটাই বুঝতে পারে না। চিঠি সুজাতাকে লিখলেও সে ভাষা যেন সব মাধবীলতাকে উদ্দেশ্য করে। তারপর একদিন বলেই ফেলল, ‘মাধবী, আই হ্যাভ সাম ফিলিংস উইথ ইউ’। মাধবী যেন এই দিনটার জন্য অপেক্ষায় ছিল। দু’চোখ বেয়ে জল নামতে শুরু করলে অনিমেষ কাছে টেনে নিল।
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।