ভূগোল অনার্সের ছাত্র শুভ্রদীপ প্র্যাক্টিক্যালের ফাইনাল সিট বানাচ্ছে। পাশে বোন সমাদৃতা। তখন স্টেন্সিলের পাশাপাশি ড্রাই লেটার পাওয়া যেত, চাপ দিলে ফাইনাল সিটে এক একটা অক্ষর ছেপে যেত। এগুলো শিরোনাম লিখতে খুব কাজে দিত। শুভ্রদীপের অল্পশিক্ষিত বাবা হঠাৎ দেখতে পেয়ে বললেন-
-খোকা, এগুলো কি রে খামে? চিঠি নাকি?
-না না, ওগুলো একধরণের লেটার, ড্রাই লেটার।
-দাদা, তুই বেশ ইংরাজি বলে চাপা দিলি বল? আমি বলে দিচ্ছি বাবাকে।
আরে না না, ওটা সত্যি ড্রাই লেটার। সমাদৃতার দৌড়। শুভ্র কিংকর্তব্যবিমুঢ়।
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।