ছোটবেলায় একবার অমলেশ পাখির বাসা থেকে ছ’টা ডিম এনে বলেছিল, আমার কাছে ডিম আছে। তোরা পঞ্চাশ পয়সা করে চাঁদা দিলে আজ ডিমসেদ্ধ ফিস্ট হবে। বাকি চারজন রাজী হলেও সুশোভনের শুধু মনে হচ্ছিল ওগুলো মুরগী বা হাঁসের ডিম নয়। কিন্তু শৈশবের আবেগে সুশোভন রাজী হল। মাঠের মাঝে কাঁচা হাতে আধসেদ্ধ করে যখন সবাই একটা করে ডিম ভাঙল, সুশোভন দেখল তাঁর হাতের ডিমের ভিতর একটি সদ্য মৃত ছানা। গরম জলের সংস্পর্শে অকাল মৃত্যু। সুশোভন তারপর থেকে ডিম মুখে তোলে নি।
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।